নিজস্ব সংবাদদাতা: ভোট দিলেই মিলছে প্যাকেট ভর্তি চানাচুর মুড়ি। ভোট দিয়ে, মুড়ি খেয়ে, হাসি মুখে বাড়ি ফিরছেন ভোটাররা। বাংলার ভোট চিত্রে অশান্তির পাশাপাশি এই মুড়ি বিতরণের ছবিও বদলালো না। ৬ কেন্দ্রের উপনির্বাচনেও ধরা পড়লো সেই চিত্র।
ভোট দিলেই তৃণমূলের তরফে দিতে দেখা গেল প্যাকেট ভর্তি চানাচুর মুড়ি! এই ছবি মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের গুড়গুড়ি পাল থানার চার নম্বর কঙ্কাবতী পঞ্চায়েতের চার লোহাটিকরি প্রাথমিক বিদ্যালয় বুথ এলাকার।
ছবিতে দেখা যায়, লোহাটিকরি বুথে প্রাথমিক বিদ্যালয় থেকে কিছুটা দূরে ভোটারদের হাতে তৃণমূলের তরফে তুলে দেওয়া হচ্ছে প্যাকেট ভর্তি চানাচুর মুড়ি। তা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন ভোটাররা। অবশ্যই তৃণমূল কর্মীরা সংবাদ মাধ্যমের সামনে তা স্বীকারও করেছেন অকপটে।
মেঘনাথ নায়েক নামে এক তৃণমূল কর্মী এদিন বলেন, সকাল থেকেই এই বুথ এলাকার ভোটারদের চানাচুর মুড়ি দেওয়া হচ্ছে। এমনকি ভোটাররাও সেই চানাচুর মুড়ি খেয়ে বেশ আপ্লুত।
প্রসঙ্গত, আজ বাংলার ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন হয়ে গেল। ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই ছ’টি বিধানসভা আসনের মধ্যে পাঁচটিই ছিল তৃণমূলের দখলে। একমাত্র মাদারিহাট ছিল বিজেপির। আর চলতি বছরের লোকসভা ভোটে বিজেপির তুলনায় তৃণমূল তাদের শক্তিবৃদ্ধি করেছে রাজ্যে। তবে গত অগস্ট মাসের আরজি কর কাণ্ডে অস্বস্তিতে পড়েছে শাসকদল। কিন্তু সেই ঘটনার প্রভাব কি এই উপনির্বাচনে পড়বে? সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর এবং তালড্যাংরার উপনির্বাচনের ফলাফলেই সেই প্রমাণ মিলবে। তবে তার আগে ভোটের দিন চানাচুর মুড়ি জুড়ে রইলো ওতোপ্রতো ভাবে।