নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলায় বাড়িতে গিয়ে ভোট গ্রহণ শুরু হয়ে গেল শুক্রবার থেকে। একাধিক প্রস্তুতি নিয়ে এই ভোট গ্রহণ শুরু করা হয়েছে। বাড়িতে ভোটের ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। ছিল রাজ্য পুলিশও।
এবার লোকসভা ভোটে 'ভোট ফ্রম হোম'- এর ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। এই ব্যবস্থা করা হয়েছে ৮৫ বছরের বেশি বয়সি এবং শারীরিকভাবে অক্ষম ভোটারদের জন্য। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এমন ভোটাররা চাইলে বাড়িতে থেকেই ভোট দিতে পারবেন। এই জেলায় ভোট রয়েছে ষষ্ঠ দফায় অর্থাৎ ২৫ মে। ইচ্ছুক ৮৫ বছরের বেশি বয়সি ভোটার বা শারীরিকভাবে অক্ষম ভোটারদের বাড়িতে ভোট নিতে ভোট কর্মীদের দল যাচ্ছেন। কারা ইচ্ছুক ইতিমধ্যে সেই তালিকা তৈরি হয়ে গিয়েছে। ইচ্ছুক ভোটারদের ভোটগ্রহণ করা হয় পোস্টাল ব্যালটের মাধ্যমে। এমন ভোটারদের ভোট গ্রহণের জন্য জেলায় হোম ভোটিং টিম গঠন করা হয়েছিল শতাধিক। তবে যে বয়স্ক ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে চান তাদের যাতায়াতের ব্যবস্থা করে দেয় কমিশন। এমনকি ভোটকেন্দ্রে হুইল চেয়ারেরও ব্যবস্থা রাখা হয়। জেলা নির্বাচন কমিশনের আধিকারিক জানিয়েছেন, 'কমিশনের নির্দেশিকা অনুসারে সমস্ত আয়োজন করা থাকে। তবে এবারে নতুনত্ব অনেক কিছুই ব্যবস্থা নিয়েছেন নির্বাচন কমিশন'। এদিন মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় এইভাবে ভোট গ্রহণ করেন ভোটিং টিম। নির্বাচন কমিশনের এই আয়োজনে খুশি সমীর চক্রবর্তী জানান যে তাঁর মায়ের বয়স ৯২ বছর। বার্ধক্যজনিত কারণে এর আগে চার-পাঁচ বছর ভোট দিতে পারেননি বৃদ্ধা। তবে এইভাবে ভোট এই প্রথম দিচ্ছেন। নির্বাচন কমিশনের এই আয়োজনে তিনি খুশি বলে জানান। ফর্ম পূরণ থেকে সবকিছুই স্বাভাবিকভাবেই হয়েছে। কোনও হয়রানির শিকার হতে বৃদ্ধাকে, জানান বৃদ্ধার ছেলে।