ভোটকেন্দ্রে জেনারেটর চালিয়ে ঠাণ্ডা হাওয়ার সুখ পাবেন না ভোট কর্মীরা! বিক্ষোভ মহিলাদের

ভোট কর্মীদের নিয়ে নতুন বিধি স্থানীয় মহিলাদের।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
coverh

হরি ঘোষ, জামুড়িয়া: গ্রামে বিদ্যুৎ না এলে জেনারেটর চালাতে দেবেন না ভোট কর্মীদের, এই দাবি নিয়ে ভোট কেন্দ্রের বাইরে বিক্ষোভ স্থানীয় আদিবাসী মহিলাদের। জামুড়িয়া বিধানসভার ২৪৩ নম্বর বুথ তপসী গ্রাম পঞ্চায়েতের জানবাজার এলাকার ঘটনায় চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে। 

গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ ৩ দশক ধরে তাদের গ্রামে রাজ্য সরকারের বিদ্যুৎ নেই। ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সরকারি আধিকারিকরা ভোট মিটলেই বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়ে আসছেন কিন্তু এইবার সেই প্রতিশ্রুতিতে কাজ হবে না। বিক্ষোভরত মহিলারা জানান যে তারা ভোট দিলেও ভোটকেন্দ্রে জেনারেটর চালিয়ে ভোট কর্মীদের ফ্যানের ঠাণ্ডা হাওয়াতে থাকতে দেবেন না। গত তিন দশক ধরে যেভাবে গ্রামবাসীরা কষ্ট ভোগ করছেন, তাতে অন্ততপক্ষে একটা দিন যেন সরকারি আধিকারিকরা সেই কষ্ট উপলব্ধি করতে পারেন, এটাই চান বাসিন্দারা।

 

Add 1