পঞ্চম দফায় ভোট গ্রহণ নিয়ে জোর তৎপরতা! ভোটের সরঞ্জাম গোছাচ্ছে ভোট কর্মীরা

পঞ্চম দফায় ভোটগ্রহণ নিয়ে জোর তৎপরতা ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে DC-RC সেন্টারে।

author-image
Anusmita Bhattacharya
New Update
COVERv

নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে DC-RC সেন্টার থেকেই ভোট কর্মীরা ভোটের সরঞ্জাম নিয়ে রওনা দেবে আরামবাগ লোকসভা কেন্দ্রের চন্দ্রকোনা বিধানসভায় ভোটগ্রহণের জন্য।

রাত ফুরালেই পঞ্চম দফার ভোট গ্রহণ। আগামীকাল ২০ শে মে সোমবার ভোট রয়েছে আরামবাগ লোকসভা কেন্দ্রে। আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চন্দ্রকোনা বিধানসভা এলাকায় ভোটগ্রহণ প্রক্রিয়ার জন্য DC-RC সেন্টার করা হয়েছে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে। সোমবার ভোট আর তার আগের দিন অর্থাৎ আজ সকাল থেকে জোর তৎপরতা ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় DC-RC সেন্টারে। আগামীকাল চন্দ্রকোনা বিধানসভায় ভোটগ্রহণের জন্য আজই ভোট কর্মীরা ইভিএমসহ সমস্ত সরঞ্জাম ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে DC-RC থেকে সংগ্রহ করে যে যার ভোটগ্রহণ কেন্দ্রে চলে যাবে। 

সকাল থেকেই তৎপর প্রশাসন। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান, 'এখনও পর্যন্ত আমরা সবকিছু নির্বিঘ্নে করছি। আগামীদিনেও শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ পর্ব মিটবে। ভোট কর্মীদের জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে'।

Add 1