রাত পেরোলেই বিশ্বকর্মা পুজো, বৃষ্টিতে চিন্তার মেঘ সরিয়ে জারি শেষ মুহূর্তের প্রস্তুতি

রাজ্যজুড়ে পুজোর প্রস্তুতি।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2024-09-16 at 4.56.23 PM

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: মাঝে আর একটি রাত, তারপরেই শিল্পের দেবতা বিশ্বকর্মার পুজো। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বেশ কয়েকদিন ধরে টানা প্রবল বৃষ্টির ফলে ব্যাপক চিন্তায় পড়েছিলেন মৃৎশিল্পীরা। যে পরিমাণ প্রতিমা তৈরি করেছিলেন মৃৎশিল্পীরা সেভাবে পুজো উদ্যোক্তাদের অর্ডার পাননি। ফলে ব্যাপক পরিমাণ টাকার সামগ্রী কিনে কয়েকশো ঠাকুর তৈরি করে চিন্তায় পড়েছিলেন মৃৎশিল্পীরা। 

অন্যদিকে আবহাওয়া খারাপের ফলে কিভাবে পুজোর আয়োজন করবেন সেই নিয়ে চিন্তায় পড়েছিলেন পুজো উদ্যোক্তারা। তবে সোমবার সকালে আবহাওয়া কিছুটা ঠিক হওয়ায় আশার আলো ফুটেছে। সকাল থেকে কমেছে বৃষ্টি। আর তারপর থেকে কারখানা, দোকান, গ্যারেজ সহ বিভিন্ন জায়গা থেকে ঠাকুর আনতে যান পুজা উদ্যোক্তারা। ফলে যে চিন্তায় পড়েছিলেন প্রতিমা শিল্পীরা, আবহাওয়া ঠিক হওয়া এবং পুজো উদ্যোক্তারা প্রতিমা কিনতে আসার ফলে তার থেকে মুক্তি পেতে দেখা গেলো মৃৎ শিল্পীদের। এবার শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা।