নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠাতে শামিল হওয়ার জন্য দেশ জুড়ে রাম মন্দিরের ছবি দিয়ে আমন্ত্রণ করতে পথে নেমেছে বিশ্ব হিন্দু পরিষদ। দুর্গাপুরে বৃহস্পতিবার সকালে দুর্গাপুর ভিরিঙ্গি কালী মন্দির সাফাই করে মন্দিরের সেবায়েতদের পাশাপাশি মন্দিরে আসা ভক্তদের আমন্ত্রণ করেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা।
বিশ্ব হিন্দু পরিষদের তরফে এদিন জানান, দুর্গাপুর নগর ও আসানসোল জেলা মিলিয়ে প্রায় ৯০ জন অযোধ্যায় উদ্দেশ্য পাড়ি দিয়েছিলেন ১৯৯০ সালে। আসানসোল থেকে ট্রেন ধরারে ট্রেন বেনারস পৌঁছাতেই ট্রেন আটকে দেওয়া হয়। সেখানেই গ্রেফতার করা হয় প্রায় ৫০ জনকে। বাকিরা কষ্ট করে সেই সময় ৭ দিন পায়ে হেঁটে কষ্ট করে অযোধ্যায় পৌঁছান। ৩০ শে অক্টোবর একটি সভা উপস্থিত হয়। আজ যখন অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে তখন সেই কষ্টের দিন গুলি মনে করে আমরা আজ সকলেই আনন্দিত ও খুশি।