এবার রাজনীতির ময়দানে বীরু? বিরাট চমক কংগ্রেসের-ধরাশায়ী বিজেপি

বীরেন্দ্র সেওয়াগকে নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
New Update
Virender Sehwag

file pic

নিজস্ব সংবাদদাতাঃ ক্রিকেটের ময়দানে বীরেন্দ্র সেওয়াগ কতটা বিধ্বংসী তা আমাদের সকলের জানা। আর রাজনীতির ময়দানে? এই প্রশ্নটা শুনে অনেকেই অবাক হচ্ছেন তাই তো। কারণ বীরেন্দ্র সেওয়াগের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। কিন্তু সেই বীরুকেই এবার দেখা গিয়েছে হরিয়ানায় ভোট প্রচারে। এরপর অনেকের মনে প্রশ্ন জেগেছে, তা হলে ভারতের বিধ্বংসী প্রাক্তন ক্রিকেটার কি এবার রাজনীতিতে নাম লেখাচ্ছেন? আপাতত সেই সম্ভবনা দেখা যাচ্ছে না। কারণ, নজফগড়ের নবাব কংগ্রেস প্রার্থীর প্রচার সভায় অংশ নিয়েছিলেন।

আসলে হরিয়ানা বিধানসভা নির্বাচনে একাধিক ক্রীড়া ব্যক্তিত্বকে কংগ্রেস টিকিট দিয়েছে। তার মধ্যে তোশাম কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী অনিরুদ্ধ চৌধুরী। তিনি ক্রিকেটের সূত্রেই বীরুর পরিচিত। আসলে অনিরুদ্ধর বাবা রণবীর সিং মহেন্দ্র প্রাক্তন বিসিসিআই সভাপতি। সেই সুবাদেই অনিরুদ্ধর সঙ্গে পরিচয় ভারতের প্রাক্তন তারকার।

এই বিষয়ে এক ভিডিও বার্তায় বীরেন্দ্র সেওয়াগ বলেন, "ওঁকে আমি বড় ভাইয়ের মতো মনে করি। ওঁর বাবা রণবীর সিং মহেন্দ্র প্রাক্তন বিসিসিআই সভাপতি। তিনি আমাকে অনেক সাহায্য করেছিলেন। আর এখন ওঁর (অনিরুদ্ধর) কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। তাই আমার মনে হয়েছে এই সময় ওঁকে সাহায্য করা দরকার। আমি তোশামের মানুষদের বলব অনিরুদ্ধ চৌধুরীকে ভোট দিয়ে জেতান।"