নিজস্ব সংবাদদাতা: পেরিয়ে গিয়েছে ২২ দিন। এখনও বিচার পায়নি তিলোত্তমা। এই ঘটনায় বারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এই আবহেই আবারও এক অডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
/anm-bengali/media/post_attachments/74860c09c46164ee9a034e142a266f29b3e85a711ca6a49b1ba465985d67a86e.jpg)
যে ভাইরাল অডিওতে বলা হচ্ছে, কোনওএক 'দাদার' কথা না শুনলে রেজিস্ট্রেশন নাকি বাতিল করে দেওয়া হবে, আটকে দেওয়া হবে ইন্টার্নশীপের সার্টিফিকেট।
/anm-bengali/media/media_files/uUboQd7O5PD3JXxyB4wl.png)
এছাড়াও বলা হয়েছে, "শান্তনু সেনকে সরিয়ে দিয়েছি, তুই কে ভাই?" এইসব বিষয় কিন্তু আরজি করের ঘটনাকে আরও জটিল করে তুলছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
(এই অডিওর সত্যতা যাচাই করেনি এএনএম নিউজ।)