বৃষ্টির আসায় ব্যাঙকে পুজো করছে গ্রামবাসীরা

প্রচন্ড দাবদাহে এক পশলা বৃষ্টির জন্য চাতকের মতো আকাশের দিকে বৃষ্টির আশায় রয়েছে সাধারণ মানুষ।দাবদাহ থেকে রক্ষা পেতে এবং ফসল বাঁচাতে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার দরবস্তিবালা গ্রামের একটি কালি মন্দিরে বৃহদাকার একটি ব্যাঙকে ধরে তার পুজোর আয়োজন করল বেশকিছু বাসিন্দারা।

author-image
New Update
merra

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: প্রচন্ড দাবদাহে এক পশলা বৃষ্টির জন্য চাতকের মতো আকাশের দিকে বৃষ্টির আশায় রয়েছে সাধারণ মানুষ।দাবদাহ থেকে রক্ষা পেতে এবং ফসল বাঁচাতে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার দরবস্তিবালা গ্রামের একটি কালি মন্দিরে বৃহদাকার একটি ব্যাঙকে ধরে তার পুজোর আয়োজন করল বেশকিছু বাসিন্দারা।ধূপ,হলুদ,সিঁদুর,ফুল সহ নানান উপকরণ সাজিয়ে গ্রামের কালি মন্দিরের সামনে একটি গর্ত খুঁড়ে তাতে ব্যাঙকে বেঁধে সিঁদুর, হলুদ মাখিয়ে জল ঢেলে ফুল বেলপাতা চড়িয়ে শঙ্খ ঘন্টা বাজিয়ে পুরোহিত দিয়ে ব্যাঙের পুজো করা হল। দরবস্তি বালা গ্রাম কৃষি প্রধান এলাকা,চাষের উপরই নির্ভরশীল সকলে। বৃষ্টির অভাবে এই চাঁদিফাটা রোদ আর তীব্র তাপপ্রবাহে ক্ষতি হচ্ছে সদ্য লাগানো তিল চাষ,মাঠের জমি শুকিয়ে গেছে বলে জানায় কৃষকরা।বৃষ্টি না হলে চাষের ক্ষতি তো হবেই তার উপর প্রচন্ড দাবদাহে ঘরে বাইরে থাকা  দুর্বিসহ হয়ে উঠেছে বলে বাসিন্দাদের মত।এসবের হাত থেকে রেহাই  পেতে একমাত্র ভরসা স্বস্তির বৃষ্টি,আর তার জন্যই এই ব্যাঙ পুজোর আয়োজন বলে দাবি বাসিন্দাদের।গ্রামবাসীদের দাবি,বৃষ্টির জন্য এই ব্যাঙ পুজো বা ব্যাঙের বিয়ে দেওয়া নাকি একটি পুরান প্রথা আর তা থেকে গ্রামের মানুষ আগেও যেমন গ্রীষ্মে বৃষ্টির জন্য মানত করে ব্যাঙ পুজোর আয়োজন করেছে এবারেও তেমনই আয়োজন করা হয়েছে।গ্রামবাসীদের বিশ্বাস এতে করে বৃষ্টির দেখা মিলবে।আজ দরবস্তি বালা গ্রামের কালীমন্দিরে ব্যাঙের পুজোকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।