নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৮ নং গোলগ্রাম গ্রাম পঞ্চায়েতের গোলগ্রামের পিডাব্লিউডি মোড় থেকে মাছ ভান্ডার খাল হয়ে ঝাঁপার পুল পর্যন্ত ৩ কিমি রাস্তা তৈরীর দাবিতে গতকাল সকাল থেকেই অবরোধ ও বিক্ষোভ শুরু করে এলাকাবাসী।
এলাকাবাসীদের দাবি তাদের এলাকায় একাধিক রাস্তা বেহাল। এছাড়াও তাদের গ্রাম বিভিন্নভাবে বঞ্চিত। তাই তারা এই অবরোধ ও বিক্ষোভে সামিল হয়েছে। বিক্ষোভ চলার কিছুক্ষণ পর ৮ নং গোলগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা ওই অঞ্চলের তৃণমূলের অঞ্চল প্রধানের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এলাকাবাসী। শুরু হয় ঠেলাঠেলি। পরে ডেবরা থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয়। আর গতকালের এই ঘটনায় মুখ খুললেন ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কৌশিক গাঙ্গুলী। তিনি বলেন, "এলাকায় রাস্তার প্রয়োজন মানছি। আমরা আমাদের তরফ থেকে কাজ চালিয়ে যাচ্ছি। বাকি কাজও হবে। গ্রামবাসীদের নাম করে বিজেপির কিছু লোক এই ঘটনা ঘটাল। ওরা চক্রান্ত করবে, অপ্রচার করবে আর আমরা উন্নয়ন করব"।