দুয়ারের সরকারের কর্মসূচির মধ্যেই বিক্ষোভ! স্থানীয় বাসিন্দাদের অভিযোগটা কী

দুই প্রতিবেশী মধ্যে অশান্তির জেরে পুর নিগমের রাস্তা প্রাচীর দিয়ে ঘিরে ফেলা হয়েছে। যার জেরে সমস্যায় পড়েছেন এলাকার প্রায় ৩০টি পরিবার। বিভিন্ন সরকারি দফতরে অভিযোগ করে কোনও সুরাহা হয়নি বলে গ্রামবাসীদের বিক্ষোভ।

author-image
Tamalika Chakraborty
New Update
COVER111 (15).jpg

নিজস্ব সংবাদদাতা: এলাকায় সমস্যার সমাধানের লক্ষ্যে শুরু হয়েছিল দুয়ারে সরকার, পাড়ায় সমাধান কর্মসূচি।  অথচ দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ডের পিয়ালা গ্রামের দুই পরিবারের দ্বন্দ্বে ঘিরে ফেলা হয় দুর্গাপুর নগর নিগমের রাস্তা। এর জেরে সমস্যায় পড়েছেন এলাকাবাসীরা। দুর্গাপুর নগর নিগমের মেয়র, মহকুমা শাসক এমনকী মুখ্যমন্ত্রীর দফতরে একাধিকবার অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা। শেষে দুয়ারে সরকারের কর্মসূচির মধ্যেই বিক্ষোভ দেখান এলাকাবাসীদের একাংশ৷  

এলাকাবাসীদের অভিযোগ, দুর্গাপুর নগর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডের পিয়ালা ওয়ারিয়াপাড়ায় দুই পরিবারের দ্বন্দ্বে নগর নিগমের রাস্তা প্রাচীর দিয়ে ঘিরে ফেলা হয়েছে। ওই দুই পরিবারের বিরুদ্ধে একাধিকবার দুর্গাপুর নগর নিগমের কাছে এবং দুয়ারে সরকারে অভিযোগ দায়ের করা হয়েছে। গুরুত্ব দেননি এলাকার পুরপিতাও। রাস্তা বন্ধের জেরে সমস্যার মুখে এলাকার প্রায় ৩০ টি পরিবার। ওই রাস্তায় কোন গাড়ি না ঢোকায় কোন এলাকাবাসী অসুস্থ হয়ে পড়লে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে। 
এলাকার বাসিন্দা দুর্লভ মাঝি অভিযোগ, কুড়ি বছর এলাকাবাসীর সমস্যার কথা মাথায় রেখে  এই রাস্তা তৈরি করেছিল দুর্গাপুর নগর নিগম। সুবিধা হচ্ছিল যাতায়াতের ক্ষেত্রে। গত দু'বছর আগে ওই দুই পরিবারের দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছাতেই নগর নিগমের রাস্তার মাঝে পাঁচিল দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তারপর ৩২নং ওয়ার্ডের তৎকালীন পুরপিতা মানষ রায় এবং দুর্গাপুর নগর নিগমে বিষয়টি জানানো হলেও গুরুত্ব সহকারে দেখেনি বলেও অভিযোগ। তারপর তাঁরা দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধানেও অভিযোগ জানান। সেখান থেকেও কোন সমাধান না পেয়ে পলাশডিহা এলাকায় দুয়ারে সরকার ক্যাম্পের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসীর একাংশ।

দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তেওয়ারি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।  ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে। তবে এখন দেখার এই সমস্যা কবে সমাধান হয়।