শিক্ষিকাদের বিরুদ্ধে ক্লাস 'ফাঁকি' দেওয়ার অভিযোগ গ্রামবাসীদের

সব দিন বিদ্যালয়ে আসেন না শিক্ষিকারা, এমনই অভিযোগ গ্রামবাসীদের।  তিন চারদিন এলেও সঠিক সময়ে শিক্ষিকারা আসেন না বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১৩ নম্বর অঞ্চলের অন্তর্গত লক্ষন চক শিশু শিক্ষা কেন্দ্রে।

author-image
SWETA MITRA
New Update
teacher 1.jpg

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: সব দিন বিদ্যালয়ে আসেন না শিক্ষিকারা, এমনই অভিযোগ গ্রামবাসীদের।  তিন চারদিন এলেও সঠিক সময়ে শিক্ষিকারা আসেন না বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১৩ নম্বর অঞ্চলের অন্তর্গত লক্ষন চক শিশু শিক্ষা কেন্দ্রে।

teacher 2.jpg

 

লক্ষন চক শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রীর সংখ্যা ১২ থেকে ১৫। আদিবাসী এলাকা হওয়ায় পড়াশোনায় খুব একটা আগ্রহ নেই এলাকার ছেলেদের মধ্যে। তার মধ্যেও যে কয়েকজন পড়াশোনা করে তাদের অভিযোগ, সঠিক সময় আসেনই না শিক্ষিকারা। সপ্তাহে দু-তিন দিন বিদ্যালয়ে আসেন, আসলেও তা ১২ টার পর।

teacher 3.jpg

 বিদ্যালয় এসে ক্লাস না নিয়ে নিজেদের মধ্যে গল্প করেন শিক্ষিকার, বলে অভিযোগ। পড়াশোনা করায় না ম্যাডামরা, অভিযোগ করেছে ওই বিদ্যালয়েরই এক ছাত্র। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ এই অস্বীকার করেছেন বিদ্যালয়ের শিক্ষিকারা। তাঁরা জানান, 'এসব মিথ্যে অভিযোগ। আমরা সব দিন বিদ্যালয়ে সঠিক টাইমে যাই।' তবে এ বিষয়ে প্রশাসনের কোনও বক্তব্য পাওয়া যায়নি।