নিজস্ব প্রতিবেদন : কাকদ্বীপ ও গঙ্গাসাগরের মধ্যে চলাচলকারী ভেসেলের কর্মীরা দাবি মতো বোনাস না পাওয়ার কারণে কর্মবিরতি শুরু করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ্য সরকারের ভূতল পরিবহন নিগমের অধীন ১২০ জন কর্মী শনবিরা সন্ধে থেকে এই কর্মবিরতি শুরু করে। এর ফলে গঙ্গাসাগরের তীর্থযাত্রী ও সাগরদ্বীপের বাসিন্দারা চরম ভোগান্তির সম্মুখীন হয়েছেন।
গতকাল সন্ধে সাতটা থেকে কর্মীরা কাজে যোগ না দেওয়ায় ভেসেল পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। ভেসেলের অপেক্ষায় হাজার হাজার যাত্রী কাকদ্বীপের লট নং আট ও সাগরের কচুবেড়িয়াতে রাতভর অপেক্ষা করতে বাধ্য হন। পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে যে, অনেক রাতে কাকদ্বীপ মহকুমা প্রশাসনের হস্তক্ষেপে বিশেষ বার্জের মাধ্যমে যাত্রীদের পারাপার করা হয়।
এদিকে, বোনাস নিয়ে তৈরি হওয়া জট কাটাতে আজ সকালে কাকদ্বীপ মহকুমা শাসকের দফতরে ভেসেলের কর্মীদের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রশাসন আশা করছে, সেই বৈঠক থেকে সমাধান সূত্র বের হবে। তবে, কর্মীরা জানিয়েছেন যে যতক্ষণ না তাদের দাবির সুরাহা হচ্ছে, ততক্ষণ তারা কাজে যোগ দেবেন না। উৎসবের মরসুমে ভেসেল পরিষেবা বন্ধ থাকায় সাধারণ মানুষ ও তীর্থযাত্রীদের জন্য ব্যাপক অসুবিধা তৈরি হয়েছে। কাকদ্বীপ ও গঙ্গাসাগারের কচুবেড়িয়ার ভেসেলের ওপর নির্ভরশীল অনেকেই রয়েছেন। আচমকা এই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ফলে তারা চরম সমস্যায় পড়েছেন। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ফলাফল কী হবে, তা নিয়ে চিন্তিত এলাকার অসংখ্য সাধারণ মানুষ। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন, নাহলে ভোগান্তি আরও বাড়বে।