দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : পাঁচ ঘন্টা যানজটে দাঁড়িয়ে রয়েছে শয়ে শয়ে যাত্রী বোঝাই ও পণ্যবাহী গাড়ি। পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হল যান চলাচল। দুর্ভোগে নিত্যযাত্রীরা। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের নিমতলা এলাকায় ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে ভোর রাত থেকে যানজটের জেরে আটকে পড়েছে সারি সারি গাড়ি। অভিযোগ, কয়েক বছর ধরে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের সম্প্রসারণের কাজ চলছে।
রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ খুব ধীর গতিতে চলছে আর যার ফলে যানজটের শিকার হচ্ছেন ঘাটাল এলাকার মানুষ। জানা যায়, মেদিনীপুরে কংসাবতী ব্রিজ তৈরির কাজ চলছে। যার ফলে রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর সহ বিভিন্ন এলাকার পণ্য বোঝাই গাড়ির একমাত্র যাওয়ার রাস্তা ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক। ফলে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে গাড়ির চাপ অনেক বেড়েছে। তার উপর ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ হওয়ায় মাঝে মধ্যেই যানজট সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ। প্রায় ছয় ঘন্টা যানজটের পর ঘাটাল থানার পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক দ্রুত কাজ করার দাবি তুলছেন এলাকার মানুষ থেকে বাস ব্যবসায়ী সমিতি।