কেউ সেঞ্চুরি হাঁকিয়েছে, কেউ সেঞ্চুরির পরও ব্যাটিং করছে, মানুষ বলছে আর কত!

বাজারে কান পাতলে শোনা যাচ্ছে আরও ভয়ের কথা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Vegetable

File Picture

নিজস্ব সংবাদদাতা: পুজোর আগে বন্যায় ভেসে গিয়েছিল দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশ। ভেসে গিয়েছে জমির পর জমি। তারই প্রভাব পড়লো বাজার মূল্যে। দুর্গা পুজোর মুখেই বাজারে গিয়ে পকেটে মস্ত টান অনুভব করছেন মধ্যবিত্তরা। সাধারণ সবজির দাম যা, সেটা কিনতে হাজার বার ভাবতে হচ্ছে ক্রেতাদের। দোকানের সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে চলছে মেনু বদল। তবে বাজারে কান পাতলে শোনা যাচ্ছে আরও ভয়ের কথা। নাকি আরও দাম বাড়বে শাক-সবজির।

এই মুহুর্তে, কাঁচা লঙ্কার দাম ১০০ থেকে ১৫০ টাকা প্রতি কেজি, বেগুনের দাম কেজি প্রতি ১০০ টাকা, ঝিঙের দাম ৫০ থেকে ৬০ টাকা কিলো, করোলা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কিলোদরে, ছোট আকারের ফুলকপি ৩০ টাকা পিস, ছোট লাউ ৪০ টাকা পিস, পটল ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে। 

তবে বিক্রেতারা আরও ভয় ধরাচ্ছে ক্রেতাদের মনে। তাঁদের কথায়, যেহেতু ভারী বৃষ্টির পরিমাণ এখনও কমেনি, তাই বন্যা পরিস্থিতিও ফেলে দেওয়া যাচ্ছে না। তাই আশঙ্কা করা হচ্ছে আগামী দিনে, অর্থাৎ পুজোর মাঝেই সবজিপাতির দাম আরও বাড়বে বই কমবে না। ফলে পুজোর মাঝে পঞ্চব্যঞ্জন খাওয়া এবছর অন্তত ভুলে যান। 

vegetables