নিজস্ব সংবাদদাতাঃ মাস কয়েক ধরে আলু, পেঁয়াজ সহ বিভিন্ন শাকসবজির দাম আকাশ ছোঁয়া। বাজার করতে গিয়ে একপ্রকার পকেটে টান পড়ছে সাধারণ মানুষের। নিত্য প্রয়োজনীয় জিনিস সহ সবজির চড়া দামের কারণে এক প্রকার নাজেহাল সাধারণ মানুষ। সংসার চালাতে হিমশিম খাচ্ছে অনেকেই।
এই পরিস্থিতিতে সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের কড়া পদক্ষেপ। দাসপুর-২ ব্লক প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের বিভিন্ন বাজারে। ওই ব্লকের বিডিও প্রবীর সিট সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিদের সঙ্গে নিয়ে আজ দাসপুরের গোপীগঞ্জ বাজার, পলাশপাই বাজার সহ একাধিক বাজারে অভিযান চালানো হয়।
সরকারি ধার্য দামের বাইরে কোন জিনিস বিকোচ্ছে কিনা সেই সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করা হয় ক্রেতা ও বিক্রেতাদের। পাশাপাশি বিক্রেতাদেরকে সতর্ক করা হয়। জানানো হয়েছে, বন্যা পরিস্থিতি তৈরি হলে, অথবা হঠাৎ করে সবজির বা অনান্য জিনিসের দাম বাড়িয়ে দেওয়া হলে ভবিষ্যতে সেই সমস্ত বিক্রেতাদের প্রতি কড়া পদক্ষেপ নেয়া হবে।