নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ শীতের মরশুম শুরু হয়েছে। বাজারে সামান্য বেড়েছে সবজির যোগান। তার সঙ্গেই বেড়েছে সবজির দামও। এমনটাই জানা গেল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের একটি গুরুত্বপূর্ণ বাজারে। যেখানে সবজির দাম নিয়ে ক্রেতা থেকে বিক্রেতারা প্রত্যেকেই জানান গতবারের তুলনায় এ বছর অনেকটাই বেশি সবজির দাম।
উল্লেখ্য, সবজির দাম, বিশেষ করে আলু, পেঁয়াজ, রসুন সঙ্গে কাঁচা সবজির ক্ষেত্রের দাম অনেকটাই বেশি। কারণ মাস কয়েক আগে দানার দাপটে বেশির ভাগই সবজি প্রায় নষ্ট হয়ে গেছে। যে কারণে সবজির দাম এতটাই উর্ধমূখী। তবে পুরো শীত পড়লে সবজির চাহিদা অনেকটা বাড়বে তাই, দাম হ্রাস পাবে বলে আশা করছেন ক্রেতা বিক্রেতারা।