দুর্গাপুরে থামল বন্দে ভারত! খুশি সাধারণ মানুষ

আরও দুই বন্দে ভারত পেল বাংলা।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
মক,ম্ন

ফাইল চিত্র

হরি ঘোষ, দুর্গাপুরঃ রবিবার সারা দেশে ৯টি বন্দে ভারতের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে হাওড়া থেকে পাটনা ও রাঁচি পর্যন্ত দুটি লাইনে ট্রেন চালু হয়েছে রবিবার। এদিন সন্ধ্যা ৭টা ৪১ মিনিট নাগাদ দুর্গাপুর স্টেশনে দাঁড়ায় হাওড়াগামী বন্দে ভারত ট্রেনটি। দুর্গাপুর স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস দেখতে ভিড় করেছিলেন শহরের বহু বাসিন্দা। জানা গিয়েছে, দুর্গাপুরবাসীর দাবি মেনেই সাংসদ সুরিন্দর আলুওয়ালির অনুরোধে অবশেষে রবিবার দুর্গাপুর স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মে পৌঁছায় পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। এদিন প্লাটফর্মে উপস্থিত ছিলেন সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘরুই সহ রেলের আধিকারিক ও স্কুল পড়ুয়ারা। পরে লক্ষণ ঘড়ুই সবুজ পতাকা উড়িয়ে হাওড়ার উদ্দেশ্যে বন্দে ভারত এক্সপ্রেসকে যাত্রা করান।