নিজস্ব সংবাদদাতাঃ আজ বিজেপির ১২ ঘণ্টার বাংলা বনধ। জেলায় জেলায় আজ নানা অশান্তির খবর পাওয়া গিয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে যে, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের খাকুড়দাতে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে।
/anm-bengali/media/post_attachments/0086ef47bb5733851e3efc437dde118372c4dc1decf45525d0bb766764316385.jpg)
দু’একজনের মাথাও ফেটেছে বলে দাবি গেরুয়া শিবিরের। তাদের বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
/anm-bengali/media/post_attachments/5c84c9eb-efb.png)