বিশ্বাস করা হয় যে গোলাপের প্রতিটি রংই আবেগের প্রতীক
গোলাপ ভালোবাসার প্রতীক, তাই ভালোবাসার শুরু গোলাপ দিয়েই। ৭ ফেব্রুয়ারিতে প্রেমীরা একে অপরকে গোলাপ দিয়ে উদযাপন করে।
গোলাপ ভালোবাসার প্রতীক, তাই ভালোবাসার শুরু গোলাপ দিয়েই। ৭ ফেব্রুয়ারিতে প্রেমীরা একে অপরকে গোলাপ দিয়ে উদযাপন করে।
রোজ ডে-র পরের দিন পালিত হয় প্রপোজ ডে। এই দিনে, ভালোবাসার প্রতিটি ব্যক্তি নিজের সঙ্গীকে মনের আবেগ, অনুভব প্রকাশ করার চেষ্টা করে।