উত্তরপ্রদেশে ভেঙে পড়ল রেল স্টেশনের ছাদ

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা। রেলস্টেশনের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে দুর্ঘটনা উত্তরপ্রদেশে। ঘটনাটি ঘটে শনিবার কনৌজ রেলস্টেশনে। সেখানে নির্মীয়মাণ ছাদের খানিকটা অংশ আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

author-image
Jaita Chowdhury
New Update
madhyapradesh

নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা। রেলস্টেশনের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে দুর্ঘটনা উত্তরপ্রদেশে। ঘটনাটি ঘটে শনিবার কনৌজ রেলস্টেশনে। সেখানে নির্মীয়মাণ ছাদের খানিকটা অংশ আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই ঘটনা 
কাজ করতে গিয়ে ধ্বংসস্তূপে বহু শ্রমিক চাপা পড়েছেন। যার কারণে ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। যা জানা যাচ্ছে, কয়েকজন আহত শ্রমিককে ইতোমধ্যে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

এ বিষয়ে সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন কনৌজ রেলস্টেশনে এই দুর্ঘটনাটি ঘটেছে দুপুর আড়াইটে নাগাদ। কোনৌজ রেলস্টেশনের ছাদে চলছিল সৌন্দর্যায়নে কাজ। আর সেখানে নিযুক্ত ছিলেন বহু শ্রমিক। হঠাৎ কাজের মাঝে ভেঙে পড়ে ছাদের একটি অংশ। 

পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে যে খবর পাওয়া যাচ্ছে, ধ্বংসস্তূপে ২০ শ্রমিক আটকে পড়েছেন। আর তাঁদের মধ্যে আহত ১২ জনকে উদ্ধার করা হয়েছে। যাঁদের মধ্যে ছ'জনের শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক। দুর্ঘটনার খবর পেয়ে ওই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ বাহিনী। বিপর্যয় মোকাবিলা বাহিনী, আরপিএফ, জিআরপি।