নিজস্ব সংবাদদাতা: ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন 'এক্স'-এ পোস্ট করেছেন: "আজ পহেলগাঁও জঘন্য সন্ত্রাসী হামলা অনেক নিরীহ জীবন কেড়ে নিয়েছে। নরেন্দ্র মোদী এবং আজ শোকাহত প্রতিটি ভারতীয় হৃদয়ের প্রতি আমার গভীর সমবেদনা। তবুও আমি জানি যে ভারতের চেতনা অটুট। এই অগ্নিপরীক্ষায় আপনারা দৃঢ়ভাবে দাঁড়াবেন। এবং ইউরোপ আপনাদের পাশে থাকবে।"
/anm-bengali/media/post_banners/4m4bYLPVSMJxgt3swn5S.jpg)