মেদিনীপুর মেডিক্যাল কলেজের স্যালাইনকাণ্ডে তোলপাড় গোটা পশ্চিমবঙ্গ। মারাত্মক এই ঘটনায় মৃত্যু হয়েছে এক ১ প্রসূতির। গুরুতর অসুস্থ আরও ৩ জন প্রসূতি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের নিয়ে আসা হয় কলকাতায়। অসুস্থ প্রসূতিদের গ্রিন করিডর করে, আর লাইফ সাপোর্ট দিয়ে কলকাতার SSKM হাসপাতালে আনার বন্দোবস্ত করা হয়। বর্তমানে তাঁরা এসএসকেএম-এ চিকিৎসাধীন।
ইতিমধ্যে সূত্রের খবর, নবান্নে মুখ্যসচিব ও স্বাস্থ্য সচিবের বৈঠক। সেখানে আলোচনার সম্ভাবনা রয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ নিয়ে। ঘটনার প্রসঙ্গে মুখ্যসচিবকে রিপোর্ট দেবেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। এছাড়াও এই বৈঠকে উপস্থিত রয়েছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও। এই ঘটনার প্রসঙ্গে পশ্চিম মেদিনীপুর মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সরঙ্গী জানান, প্রাথমিক তদন্তের পর রিপোর্ট জমা পড়ে গিয়েছে। তবে কাল সন্ধের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা পড়বে।