রাজ্যবাসীর জন্য সুখবর! অ্যাকাউন্টে ঢুকবে টাকা

কৃষকদের জন্যে এলো সুখবর। আগামী মাসেই পেতে পারেন কৃষকবন্ধু প্রকল্পের টাকা।

author-image
Anusmita Bhattacharya
New Update
kisan

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা: কৃষকদের জন্যে এলো সুখবর। আগামী মাসেই পেতে পারেন কৃষকবন্ধু প্রকল্পের (Krishak Bandhu Scheme) টাকা। প্রসাশনিক স্তরে এই নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক করা হয়েছে একটি। সব ঠিক থাকলে আগামী মে মাসের মধ্যেই খারিফ মরসুমের টাকা কৃষকরা (Farmer) পেয়ে যাবেন। যদিও প্রসাশনের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। রবি মরসুমের টাকা ইতিমধ্যেই দিয়ে দিয়েছে রাজ্য সরকার (State Govt)। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খারিফ মরসুমের টাকা দেয় সরকার।