নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: ইতিমধ্যেই ভারতীয় নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করেছেন দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের পাশাপাশি বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা উপনির্বাচনের। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি বিধানসভার উপনির্বাচনও। তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভার উপনির্বাচন। উল্লেখ্য মেদিনীপুর বিধানসভার বিধায়িকা জুন মালিয়া গত লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
লোকসভা নির্বাচনে জয়লাভ করেন মেদিনীপুরের বিধায়ীকা। সাংসদ হওয়ার পর মেদিনীপুরের বিধায়ক পদটি শূন্যই থেকে যায়। অবশেষে বিধানসভার উপনির্বাচন এর নির্ঘণ্ট নির্বাচন কমিশন প্রকাশ করায় মেদিনীপুর বিধানসভার আসনটিতেও হতে চলেছে ভোট। বৃহস্পতিবার বিকেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নির্বাচনী নির্ঘণ্টের তালিকা প্রকাশ করেন। ১৮ই অক্টোবর থেকে শুরু হচ্ছে গেজেট নোটিফিকেশন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ অক্টোবর।
মনোনয়ন পত্র গুলির স্কুটনি করা হবে ২৮ অক্টোবর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ ডেট ৩০ অক্টোবর পর্যন্ত। ভোট গ্রহণ ১৩ ই নভেম্বর বুধবার এবং ভোট গণনা ২৩ শে নভেম্বর শনিবার। ২৩৬ মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের মোট বুথের সংখ্যা ৩০৪ টি। আগামীকাল সর্বদলীয় বৈঠক রয়েছে জেলা শাসকের দপ্তরে।
/anm-bengali/media/media_files/IDr7qHH9jW6HANFJT3iu.png)