অকাল বর্ষণ, তাপমাত্রা এক ধাক্কায় ৫-৬ ডিগ্রী বেড়েছে

অকাল বর্ষণ জেলায় জেলায়।

author-image
Adrita
New Update
স

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ গতকাল রাত থেকে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, সবং, পিংলায় ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয়েছে। আজ সকাল থেকেও সেই বৃষ্টি চলছে। বৃষ্টির ফলে জেলার এই এলাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় ঠান্ডা কিছুটা কম।

জানা গিয়েছে যে, এক ধাক্কায় তাপমাত্রা ৫-৬ ডিগ্রী বেড়ে গিয়েছে। আজকের তাপমাত্রা ১৮ ডিগ্রী সেলসিয়াস। সকাল থেকে বৃ্ৃষ্টি হওয়ায়, ছাতা মাথায় দিয়ে বাজারে মানুষজনদের দেখা গিয়েছে।

ঠাণ্ডায় অকাল বৃৃষ্টির ফলে তাপমাত্রা কমেছে যার ফলে চায়ের ঠেকে লোকজনের আনাগোনা বেড়েছে, জমেছে চায়ের আড্ডাও।