নিজস্ব প্রতিনিধি, খেজুরি : বোর্ড গঠনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের খেজুরি। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ বিজেপির সর্মথকদের। তাদের অভিযোগ,খেজুরি ব্লকে মোট ১৫ টি সিটের মধ্যে, বিজেপির ৯ জন জেতা প্রার্থী ছিল । তাদের মধ্যে ২জন বিজেপি প্রার্থীকে জোর করে তৃণমূলে যোগদান করিয়েছে তৃণমূলের লোকজন। পুলিশকে ঘটনার কথা জানালেও পুলিশ কোনো ব্যাবস্থা নেয়নি। বিজেপির আরো দাবি, তাদের জোর করে তুলে নিয়ে গিয়ে জয়েন করানো হয়েছে তৃণমূলে। সেই দাবি তুলে আজ বোর্ড গঠন চলাকালিন তুমুল উত্তেজনা ছড়ায় খেজুরি পঞ্চায়েত সমিতির সামনে। কাঁথি এসডিপিও ও পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত বিজেপি সমর্থকরা। তারা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে। জানা যাচ্ছে, ৬টি আসন তৃণমূল দখল করেছিল এবং তার পরেই বিজেপির ২ ক্যান্ডিডেট যোগদান করার পরেই তৃণমূলের মোট আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮ টি এবং বিজেপির আসন সংখ্যা কমে দাঁড়ায় ৭ টিতে। বিক্ষোভকারী বিজেপি সমর্থকরা বলছেন, পুলিশকে বারবার অভিযোগ করেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি তাই তাদের এই বিক্ষোভ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। ব্যারিকেড করে ঘিরে দেয়া হয় বিজেপি কর্মীদের।