নিজস্ব প্রতিনিধি, খেজুরি : খেজুরিতে স্থায়ী সমিতি গঠনে বোমাবাজি। উত্তপ্ত এলাকা। খেজুরি ২ নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী পঞ্চায়েত সমিতির নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে খেজুরি। এদিন সকাল থেকেই নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা যায়। নির্বাচন কেন্দ্রে কাঁথির সংসদ শিশির অধিকারী এবং বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী আসার পরেই বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের ভাব দেখা যায়। বিজেপির অভিযোগ, তৃণমূলের অনুগামীরা ভীতি প্রদর্শন করার জন্যে বোমাবাজি শুরু করে। পুলিশকে বারবার জানালেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।