নিজস্ব সংবাদদাতা : ডোমকল, বারাবনির পর কাটোয়া। পঞ্চায়েত নির্বাচনের আগে দ্বিতীয় দিনের মনোনয়নকে কেন্দ্র করে বাড়ছে অশান্তি। উঠছে হামলার অভিযোগ। পূর্ব বর্ধমানের কাটোয়ায় বিজেপি প্রার্থীদের মনোনয়নে বাধা প্রদানের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের মারধর করে, ঘাড়ধাক্কা দিয়ে বিডিও অফিস থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। প্রতিবাদে পথে বসে পড়েন বিজেপি প্রার্থীরা।
প্রসঙ্গত, ২০১৮ সালে যে হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বাংলার পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে একই ঘটনার কি পুনঃরাবৃত্তি ঘটতে চলেছে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনেও? পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই যেভাবে মনোনয়নকে কেন্দ্র করে ছড়াচ্ছে অশান্তি তাতে এমন প্রশ্নই ঘুরছে সব মহলে।