নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার অনেক আগে থেকেই রাজ্য জুড়ে লাগাতার বোমা উদ্ধারের ঘটনা শুরু হয়েছে। মুর্শিদাবাদ থেকেও উদ্ধার হয়েছে মুড়ি মুড়কির মতো বোমা। এবার পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর মনোনয়ন জমাকে কেন্দ্র করেও তুলকালাম কাণ্ড ঘটে গেল মুর্শিদাবাদের ডোমকলে। সিপিএম-কংগ্রেসের মনোনয়নে বাধা দানের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অগ্নিগর্ভ পরিস্থিতি। পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হতেই বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটতে শুরু করেছে রাজ্যে। ভোটেও সন্ত্রাসের আশঙ্কা করা হচ্ছে।