চরম উত্তেজনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের বান্দিপুর এক গ্রাম পঞ্চায়েতে।তৃণমুলের বিরুদ্ধে ভিতরে ঢুকে কাগজপত্র কেড়ে নেওয়ার অভিযোগ। পাল্টা বিজেপির বিরুদ্ধে তৃণমূলের এক মহিলা প্রার্থীকে ভিতরেই মারধরের অভিযোগ উঠল।
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : ত্রিশঙ্কু বোর্ড গঠন ভেস্তে গেল,চন্দ্রকোনার বান্দিপুর ১ গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন ভেস্তে গেল।বিজেপির ৭ জন জয়ী প্রার্থীদের কড়া পুলিশি নিরাপত্তায় গ্রাম পঞ্চায়েত কার্য্যালয় থেকে বের করে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা করল পুলিশ।বোর্ড গঠনকে ঘিরে একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগে সরব বিজেপি-তৃণমূল। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-২ ব্লকের বান্দিপুর-১ গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন ভেস্তে গেল।এই গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৫ টি,তৃণমূলের দখলে ৭ টি,বিজেপির দখলে ৭ টি ও সিপিএম ১ টি আসন পায়।ত্রিশঙ্কু এই গ্রাম পঞ্চায়েতে আজ বোর্ড গঠনের জন্য নির্ধারিত সময়ে বিজেপি ও তৃণমূলের ১৪ জন জয়ী প্রার্থী উপস্থিত হলেও অনুপস্থিত ছিল সিপিএমের ১ জন প্রার্থী।বোর্ড গঠনের আগেই পঞ্চায়েত দপ্তরে ভিতরে ও বাইরে চরম উত্তেজনার সৃষ্টি হয়,পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ পৌঁছায়।একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে সরব হয় তৃণমূল বিজেপি।বেলা গড়িয়ে দুপুর পর্যন্তও হল না বোর্ড গঠনের কাজ,শেষমেশ এক এক করে তৃণমূল ও পরে বিজেপির জয়ী প্রার্থীদের পঞ্চায়েত কার্য্যালয় থেকে বেরিয়ে আসতে দেখা যায়।বোর্ড গঠন না হওয়ার কথা পঞ্চায়েত কার্য্যালয় থেকে বেরিয়ে এসে জানান তৃণমূল ও বিজেপির প্রার্থীরা।তবে বোর্ড গঠনকে ঘিরে একে অপরের বিরুদ্ধে আরও একবার অভিযোগে সরব হতে দেখা যায় তৃণমূল ও বিজেপির প্রার্থীদের।বোর্ড গঠনে অংশ নেওয়া বিজেপির প্রার্থী মৃত্যুঞ্জয় পড়িয়া জানান,হাইকোর্টের নির্দেশ রয়েছে তাদের সমস্ত প্রার্থীদের পুলিশি নিরাপত্তা দিয়ে বোর্ড গঠনো অংশ গ্রহণের জন্য।কিন্তু নির্ধারিত সময়ে তারা উপস্থিত হলে ভিতরে যা পরিস্থিতি তৈরি করা হয়েছিল তাতে কোর্টের আদেশ মানা হয়নি বলে তিনি অভিযোগ করেন।তবে ৭ জন বিজেপির প্রার্থীদের পুলিশ তাদের গাড়িতে করে এসকোর্ট করে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে।