নিজস্ব সংবাদদাতা : হাড়োয়া বিধানসভা নির্বাচনে ভোট শুরু হতেই অশান্তির খবর এসেছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, তারা অধিকাংশ বুথে এজেন্ট দিতে ব্যর্থ হয়েছে। বিজেপি প্রার্থী বিমল দাস তৃণমূলের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে বলেছেন, "আমাদের লোক না থাকার কথা ঠিক, কিন্তু তৃণমূল রাতে আমার এজেন্টদের ভয় দেখিয়ে এবং হুমকি দিয়ে তাদের বিভিন্ন বুথ থেকে বের করে দিয়েছে।" তিনি দাবি করেন, "তৃণমূলের লোকজন বুথে পুরোদমে নজরদারি চালাচ্ছে এবং সব কিছু খেয়াল রাখছে। এমনকি কে কাকে ভোট দিচ্ছে, তা পর্যন্ত তারা দেখে ফেলছে।"
বিমল দাস আরও জানান, তিনি নির্বাচনী কমিশনে এই বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানাবেন। তার অভিযোগের পর উত্তেজনা তৈরি হয়েছে, এবং সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে। তৃণমূলের পক্ষ থেকে এখনও এই অভিযোগের কোনও মন্তব্য করা হয়নি।