উৎসবের মরশুমে বেতনহীন! এবার আসরে শুভেন্দু

সরকারের চোখ-কানরাই পাচ্ছে না বেতন। তিন মাস! গর্জন এবার শুভেন্দু অধিকারীর। সুর চড়ালের সরকারের বিরুদ্ধে।

author-image
Pallabi Sanyal
New Update
as

ফাইল ছবি



নিজস্ব সংবাদদাতা : পুজোর মুখে বেতনহীন! পয়সা আটকে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার ভিআরপি (The Village Resource Persons )-র পাশে দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুবেন্দু অধিকারী। কর্মীদের একজনের ব্যাঙ্কের পাস বইয়েক ছবিও পোস্ট করেছেন অক্স হ্যান্ডেলে. য়েকানে তিন মাস আগে বেতন দেওয়ার প্রমাণ রয়েছে। তিন মাস ধরে বেতনহীন। এদিকে পুজো চলে এল। উৎসবের দিনগুলি যেন নিরানন্দের না হয়, ভিআরপিরা যাতে পরিবার পরিজন নিয়ে আনন্দেপুজোয় সামিল হয়ে উঠছে পারে এবার সেই চেষ্টাই করলেন শুভেন্দু। মুখ্যসচিক থেকে শুরু করে সরকারি সচিবদের এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন বিরেধী দলনেতা।  বেতন যাতে দিয়ে দেওয়া হয় সেই ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন। 

পোস্টে শুভেন্দু লিখেছেন, ''রাজ্যে ভিআরপি হিসেবে ২৫,০৪০ জন লোক নিযুক্ত আছেন, যারা গত ৩ মাস ধরে তাদের বেতন পাননি। গ্রামীণ সম্পদ ব্যক্তিরা সাধারণত গ্রামীণ এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফলাফল মূল্যায়নের জন্য সামাজিক অডিট পরিচালনার জন্য কাজ করেন। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলির জন্য, স্কিমগুলি প্রণয়ন এবং সংশোধন করার জন্য গ্রাউন্ড ডেটা সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিআরপিগুলি সরকারের চোখ ও কান হিসাবে কাজ করে যারা তৃণমূল স্তরে পরিকল্পনাগুলি কীভাবে বাস্তবায়িত হচ্ছে তা স্বচ্ছভাবে রিপোর্ট করে। রাজ্যে ভিআরপি গুলিকে অতিরিক্ত কাজের জন্যও ব্যবহার করা হয়েছিল, যেগুলি তাদের কাজের দায়িত্বের আওতায় পড়ে না; যেমন ডেঙ্গুর মতো ভেক্টর-বাহিত রোগের বিস্তার সম্পর্কে কভার করা এবং রিপোর্ট করা এবং জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরি করা।তাদের শুধুমাত্র মার্জ অঙ্কের টাকা দেওয়া হয়, প্রতিমাসে ৫২৫০ টাকা।  গত তিন মাস ধরে তারা বেতন পাননি। দেউলিয়া রাজ্য সরকার তাদের পেমেন্ট  করেনি। আমি উদাহরণ হিসাবে একটি ভিআরপি-র অন্তর্গত একটি ব্যাঙ্ক পাসবুকের অনুলিপি যুক্ত করেছি। আমি তাড়া দিতে চাই মুখ্য সচিব ডঃ হরি কৃষ্ণ দ্বিবেদী (আইএএস), অতিরিক্ত মুখ্য সচিব; অর্থনীতি বিভাগ; মনোজ পন্ত (আইএএস), অতিরিক্ত মুখ্য সচিব; ড. এম.ভি. রাও (আইএএস) এবং ড. পি উলগানাথন (আইএএস) সচিব; পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগকে; অনুগ্রহ করে ১৭ অক্টোবরের (পূজার ছুটির আগে শেষ কার্যদিবস) বোনাস পরিমাণ সহ ভিআরপি-র মুলতুবি থাকা বেতনগুলি রিলিজ করুন৷  যাতে উৎসবের মরসুম তাদের পরিবারের জন্যও আনন্দময় হয়ে ওঠে।''

 

 

hiring.jpg