অহেতুক ছাত্র-ছাত্রীদেরকে ট্রান্সফার, বিক্ষোভে অভিভাবকরা

বিক্ষোভে অভিভাবকরা।  

author-image
Adrita
New Update
স

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ ঝাড়গ্রামের স্কুলে বিক্ষোভ। অহেতুক ছাত্র-ছাত্রীদের কে ট্রান্সফার করা হচ্ছে এই অভিযোগ তুলেই ঝাড়গ্রামের শ্রী রামকৃষ্ণ সারদাপিঠে (কন্যা গুরুকুলে) বিক্ষোভ অভিভাবকদের। তাদের দাবি তাদের সন্তানরা প্রথম শ্রেণী থেকেই এই স্কুলে পড়ে আসছে কিন্তু স্কুলের প্রধান শিক্ষিকা উল্টোপাল্টা কারণ দেখিয়ে এই স্কুল থেকে অন্যত্র ট্রান্সফার করিয়ে দিচ্ছে।

আরও অভিযোগ যে, তাদেরকে না জানিয়েই এই স্কুল থেকে হঠাৎ করেই ট্রান্সফার করে দেয়া হচ্ছে। প্রায় ৫০ জন ছাত্রীকে অন্য ট্রান্সফার করে দেওয়ার অভিযোগ।  আজ স্কুল চত্বরে বিক্ষোভের শামিল অভিভাবকরা। আবারো অভিযোগ তুলছেন আগে জানলে অন্য স্কুলের ফরম তুলে রাখতেন তারা কিন্তু আজ এতদিন হয়ে যাওয়ার পর কেন স্কুল কর্তৃপক্ষ জানালো আগে তারা কেন বিষয়টি খোলসা করেনি। এখন তারা কোন স্কুলে ভর্তি করবেন তা নিয়ে এই চিন্তার ভাঁজ পড়েছে অভিভাবকদের কপালে। ঠিক কি কারণে টিসি দেওয়া হয়েছে তার কারণ ও স্পষ্ট নয় এবং অভিভাবকদেরও স্কুল কর্তৃপক্ষ সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি।