বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ৮ নং পিন্ডরুই গ্রাম পঞ্চায়েতের সংগ্রামচক এলাকায় খালের জল থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। পরে খবর যায় পিংলা থানায়। ঘটনাস্থলে পিংলা থানার পুলিশ উপস্থিত হয়েছে।
এলাকাবাসীরা জানান, আজ সকালে ওই এলাকার খাল থেকে দুর্গন্ধ বেরোতে থাকে। তারপর গিয়ে তারা দেখেন খালের মধ্যে দেহ ভাসছে। কী ভাবে এই মৃতদেহ খালে এলো? তার নাম পরিচয়ই বা কী? তার তদন্ত শুরু করেছে পিংলা থানার পুলিশ।