নিজস্ব সংবাদদাতা, অণ্ডালঃ বিকশিত ভারত সংকল্প যাত্রা" কর্মসূচিতে রবিবার বিজেপি দলের পক্ষ থেকে একটি সভা করা হয় । এদিন সকালে সভাটি হয় অন্ডাল গ্রামের ধর্মরাজ তলা চত্বরে । উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাটিল, আসানসোল দক্ষিনের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল, দলের জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি, জয়ন্ত মিশ্র সহ অন্যরা।
এদিনের সভাতে রাজ্য সরকারের সমালোচনায় সরব হন মন্ত্রী, সভায় তার বক্তব্য রাখতে গিয়ে বলেন, কেন্দ্রীয় সরকারের একাধিক জনহিতকর প্রকল্প রয়েছে। সে সব প্রকল্প থেকে সারাদেশের কোটি কোটি মানুষ সুবিধা পেলেও কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রয়েছে পশ্চিমবাংলার সাধারণ মানুষ । কারণ এই রাজ্যের সরকার কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে লাগু হতে দিচ্ছে না । ফলে রাজ্যের মানুষ মুদ্রা যোজনা, কিষান সম্মান যোজনা, আয়ুষ্মান ভারত যোজনা সহ অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। পশ্চিম বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে রাজ্যের সব মানুষ কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা পাবে বলে দাবি করেন কপিল মোরেশ্বর ।