নিজস্ব সংবাদদাতা, পাঁশকুঁড়াঃ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ পাঁশকুড়ার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন।
তিনি পাঁশকুড়ার জন্দড়া এলাকায় বন্যা দুর্গত বাসিন্দাদের হাতে খাবার তুলে দেন। সুকান্ত মজুমদার নিজের হাতে ভাত সোয়াবিন, আলুর তরকারি, জল এবং ত্রিপল তুলে দেন। এলাকার দুর্গত মানুষদের সঙ্গে কথা বলেন বিজেপি রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার।
সূত্র মারফত জানা গিয়েছে যে, তিনি ওখান থেকে বেরিয়ে গোবিন্দ নগর গ্রাম পঞ্চায়েতের মানুর এলাকায় বন্যা দুর্গত মানুষদের সঙ্গে দেখা করতে যান। যাওয়ার পথে মানুর এলাকায় বন্যা দুর্গত মানুষজন সুকান্ত মজুমদারের কনভয়ের একাংশ আটকে দেয়। তাদের দাবি সরকারিভাবে কোন খাবার তারা পাচ্ছে না।
তারা আরও দাবী করেন যে, ' অনেক নেতা মন্ত্রী চলে যাচ্ছে কিন্তু, আমাদের দিকে কেউ দেখছে না। সুকান্ত মজুমদার তাদের খাবার পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেন।