নিজস্ব সংবাদদাতা: গতকাল বিধানসভায় কড়া ধর্ষণ বিরোধী বিল পেশ করেছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলের সকলেও এই বিলের সমর্থন করেছেন।
রাজ্যপাল সই করে দিলেই এই বিল আইনে পরিণত করার সব দায়িত্ব নেবে রাজ্য সরকার। গতকাল ভরা বিধানসভায় এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এই আবহে পশ্চিমবঙ্গ বিধানসভায় ধর্ষণবিরোধী বিল প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঞ্জি বলেছেন, "এটা একটা নাটক করা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত। যে আইন পাশ হয়েছে তাতে যাবজ্জীবন কারাদণ্ডের কথা বলা হয়েছে। আমি বিশ্বাস করি যে এই ধরণের ঘটনার ক্ষেত্রে, শাস্তি শুধু মৃত্যুদণ্ড হওয়া উচিত।"