শান্তিনিকেতন : স্বীকৃতি না উপহার? খোলসা করলেন কেন্দ্রীয় মন্ত্রী

ওয়ার্ল্ড হেরিটেজের তকমা! ইউনেস্কোর স্বীতৃতি। শান্তিনিকেন এখন চর্চার বিষয়। এবার এ বিষয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী।

author-image
Pallabi Sanyal
New Update
sxdds

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : ১৭ সেপ্টেম্বর ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় জায়গা করে নিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন। বাংলার মুকুটে যোগ হল আরো একটি নতুন পালক। এই স্বীকৃতি মোদী সরকারের জন্যই সম্ভব হয়েছে বলে মনে করছে গেরুয়া শিবির। এবার ইউনেস্কোর স্বীকৃতির জন্য স্কৃতি মন্ত্রকের তরফে প্রধানমন্ত্রী এবং ইউনেস্কোকে ধন্যবাদ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি। তিনি বলেন, "ইউনেস্কো প্রধানত এই কাঠামোটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে অনুমোদন করেছে। ইউনেস্কো তার জন্মদিনে প্রধানমন্ত্রীকে আরেকটি উপহার দিয়েছে। এটি ৪১তম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ভারতের।''