শহীদ উদ্যান! কেন্দ্রীয় মন্ত্রীর হাতে ক্ষুদিরাম বসুর জন্মভিটের মাটি

দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাটি সংগ্রহের কাজ শুরু করেছে বিজেপি। শহীদদের ভিটেমাটির মাটিতে দিল্লিতে গড়ে উঠছে শহীদ উদ্যান। কেশপুরে সংগ্রহ করা হল বাংলার বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভিটের মাটি।

author-image
Pallabi Sanyal
New Update
11

নিজস্ব প্রতিনিধি, কেশপুর: লোকসভা ভোটের আগে 'আমার দেশ, আমার মাটি' ভারতীয় জনতা পার্টির নতুন কর্মসূচি। এই কর্মসূচিকে সামনে রেখে ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায় চলছে মাটি সংগ্রহের কাজ। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত মোহবনিতে শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভূমির মাটি সংগ্রহ করলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। পাশাপাশি ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তিতে মাল্যদান করেন তিনি। শহীদের জন্মভূমিতে বৃক্ষরোপণ করেন। তারপর শহীদ মঞ্চে উঠে ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানান এবং কৃতজ্ঞতা স্বীকার করেন। তিনি জানান, যেই মাটির বীর সন্তান দেশের জন্য শহীদ হয়েছেন, একটি তরুণ যুবক দেশকে স্বাধীন করার জন্য নিজের জীবন দিয়েছেন, সেই বীর সন্তানের ভুমির মাটি দিয়ে তৈরি হবে দিল্লির শহীদ উদ্যান। পাশাপাশি দলীয় কর্মী সমর্থকদেরও গ্রামের বাড়ির মাটি সংগ্রহ করে পৌঁছানোর আদেশ দেন। আরো বলেন,  ''শহীদ ক্ষুদিরাম বসুরদের মত নওজওয়ানদের জন্য আজ স্বাধীন দেশে বাস করতে পারছি। এটাই আমাদের সৌভাগ্য''। কেশপুর ১ নম্বর মন্ডলের সভাপতি প্রবীণ হালদার জানান, ''দলীয় কর্মসূচির অঙ্গ হিসেবেই ক্ষুদিরাম বসুর জন্ম ভিটেতে এসে কেন্দ্রীয় মন্ত্রী মাটি সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন দিল্লিতে। এতে কেশপুরবাসী হিসেবে আমরা সকলেই খুশি ও আনন্দিত।''