নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা পঞ্চায়েতের বনগ্রামের হনুমান মন্দিরের ঠিক পেছনে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির কঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়।
রবিবার সকাল বেলায় এক ব্যক্তি ওই পুকুর পাড়ে দেখতে পান একটা মুন্ডু ঝুলন্ত অবস্থায়, ভয়ে সে পালিয়ে আসে এবং খবর দেয় আশেপাশের দু একজনকে। তারা গিয়ে দেখে যে গাছের মধ্যে একজনের মুন্ডু ঝুলন্ত অবস্থায় রয়েছে। খবর জানাজানি হতেই এলাকায় ভিড় জমায় এলাকাবাসীরা এবং খবর দেওয়া হয় লাউদোয়া ফরিদপুর থানার। তবে ওই দেহটি কার তা এখনও শনাক্ত করা যায়নি।
পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায় থানায় ময়নাতদন্তের পর পুরো ঘটনা আসল চিত্র সামনে আসবে বলে মনে করছেন এলাকাবাসীরা।