নিজস্ব সংবাদদাতা : সিপিএমের দাপুটে নেতা সুশান্ত ঘোষের গড়েই কিনা প্রার্থী দিতে পার না বামেরা! এ কী কাণ্ড! বিনা লড়াইয়ে জয় সহজ হল তৃণমূলের। ২০১৮ সালের তুলনায় ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনের জন্য বামেরা বশি মোননয়ন জমা দিলেও প্রার্থী দিতে পারল না পশ্চিম মেদিনীপুরে সুশান্ত ঘোষের বুথেই। তাহলে কী হুমকি? এ প্রসঙ্গে সুশান্ত ঘোষ জানিয়েছেন, তফসিলি জাতি-উপজাতি-ওবিসি সংরক্ষণ, শংসাপত্রের সমস্যার কারণে নমিনেশন করতে ব্যর্থ হয়েছে সিপিআইএম। নেপথ্যে হুমকির কোনো ঘটনা নেই। প্রসঙ্গত, গড়বেতা-৩ ব্লকের ৪ নম্বর উড়াসাই গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পড়ে বীরসিংপুর-বেনাচাপড়া গ্রাম। সেই গ্রামেই বাড়ি সুশান্ত ঘোষের। ৩টি বুথের ৪টি পঞ্চায়তের আসন। ৪টি আসনের মধ্যে ২টি আসনে মনোনয়ন জমা দিলেও, সুশান্ত ঘোষ নিজে যে বুথের ভোটার অর্থাৎ বেনাচাপড়া ১৮৬ নম্বর বুথেই দেওয়া যায়নি প্রার্থী। তফসিলি জাতি মহিলা সংরক্ষিত এই বুথে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূল প্রার্থী ময়না রায়।