নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ বাড়ির ছাদ থেকে জল পড়াকে কেন্দ্র করে গণ্ডগোল। এতেই ভাইপোর হাতে খুন হতে হল কাকাকে। জানা গিয়েছে কুড়ুল দিয়ে আজ সকালেই কাকাকে কোপাল ভাইপো। এটি ঘাটাল পৌরসভার এক নাম্বার ওয়ার্ডের রঘুনাথ চকের ঘটনা।
এই ঘটনার কথা সামনে আসতেই ঘটনার স্থলে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে ঘাটাল থানার বিশাল পুলিশ। জানা গিয়েছে অভিযুক্ত ভাইপোর নাম বাপন দলুই এবং মৃত ব্যক্তির নাম সুকুমার দলুই।