নিজস্ব সংবাদদাতা: হাওড়ার উলুবেড়িয়ায় ঈদের দিনই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। উলুবেড়িয়ার দক্ষিণ জগদীশপুরে সোমবার দুপুরে গঙ্গার বুকে আচমকাই উথাল-পাথাল ঢেউ দেখা যায়। মাঝনদীতে থাকা নৌকা ও লঞ্চের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন তা দেখে। আর আতঙ্ক বাড়ে তার কিছু সময় পড়েই। যখন আচমকায় পাক খেতে খেতে গঙ্গার বুকে উলটে যায় যাত্রী সহ একটি স্পিড বোট।
প্রাকৃতিক এই ঘটনাটি মূলত ভরা কোটাল ও অমাবস্যার প্রভাবে সৃষ্ট বানের কারণে ঘটেছে বলে মনে করা হচ্ছে। গত কয়েকদিন ধরেই গঙ্গার ওই এলাকায় বারবার বান আসছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আর সেই সময় সেই বানের তোড়েই উলটে যায় স্পিড বোটটি।
/anm-bengali/media/media_files/2025/03/31/IiDJTIoIcJUDA9Ey2ux6.jpg)
বিপদের মুখে পড়ে চার যুবককে নিয়ে যাওয়া স্পিড বোটটি। মাঝগঙ্গায় প্রবল ঢেউয়ে স্পিড বোটটি খেলনার মতো উল্টে যায় এবং ডুবে যায়। সৌভাগ্যবশত, আশপাশে থাকা লঞ্চের সাহায্যে সেই চারজন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়।