মাঘপূর্ণিমায় উজ্জয়নে মহাকালেশ্বর মন্দিরে ভস্ম আরতি- দেখুন ভিডিও

মধ্যপ্রদেশের উজ্জয়ন শহরে মাঘপূর্ণিমা উপলক্ষে মহাকালেশ্বর মন্দিরে ঐতিহ্যবাহী ভস্ম আরতি অনুষ্ঠিত হচ্ছে।

author-image
Debapriya Sarkar
New Update
Bhasma arati

নিজস্ব সংবাদদাতা : মধ্যপ্রদেশের উজ্জয়ন শহরে মাঘপূর্ণিমা উপলক্ষে মহাকালেশ্বর মন্দিরে ভস্ম আরতি অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছরের মতো এই বিশেষ দিনে মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতিতে ধুমধামভাবে এই আরতি অনুষ্ঠিত হয়। ভস্ম আরতি, যা মহাকালেশ্বর মন্দিরের এক ঐতিহ্যবাহী পূজা, ভক্তদের জন্য আধ্যাত্মিক এক বিশেষ অভিজ্ঞতা এনে দেয়। মাঘপূর্ণিমা উপলক্ষে এই আচার অনুষ্ঠানে হাজারো ভক্তের উপস্থিতি এবং ধর্মীয় অনুষঙ্গে মাতোয়ারা থাকে উজ্জয়ন।