নিজস্ব সংবাদদাতা : দিল্লিতে অনুষ্ঠিত 'সংবিধান বাঁচাও' সমাবেশে কংগ্রেস নেতা উদিত রাজ বলেছেন, "দলিত, ওবিসি, সংখ্যালঘু এবং উপজাতিরা ভারতের জনসংখ্যার ৮৫%। তারা 'বহুজন'। এই সমাবেশের মূল উদ্দেশ্য হলো সংবিধান রক্ষা এবং সংবিধান সংরক্ষণের জন্য সচেতনতা বৃদ্ধি করা।"
তিনি আরও বলেন, "৫০% ইভিএম বাদ দেওয়া উচিত এবং ওয়াকফ সংশোধনী বিল পাস করা উচিত নয়। এই বিষয়গুলি উত্থাপন করার জন্য এই সমাবেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।" উদিত রাজ সমাবেশে উপস্থিত জনতাকে এসব গুরুত্বপূর্ণ ইস্যুতে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান।