আবাস যোজনা থেকে টাকা তুলতেন রাজ্যের মন্ত্রী! অভিযোগ রাজবংশী নেতা

আবাস যোজনা থেকে টাকা তোলার অভিযোগ রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের বিরুদ্ধে।

author-image
Tamalika Chakraborty
New Update
udayan guha

নিজস্ব সংবাদদাতা: সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূলের অস্বস্তি বাড়ছে। রাজবংশী নেতা বংশীবদন বর্মনের অভিযোগ করেছেন, আবাস যোজনা থেকে টাকা তোলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।  পালটা উদয়নপন্থীদের দাবি, রাজবংশী স্কুলে শিক্ষক নিয়োগ করার বিনিময়ে টাকা নেন বংশীবদন। তবে তৃণমূলের এই দুই নেতার বিবাদে দল কার্যত মুখে কুলুপ এঁটেছেন। 


তৃণমূলের রাজবংশী নেতা বংশীবদন বর্মন দাবি করেন, ‘চোরের মায়ের বড় গলা। আবাস যোজনা থেকে যদি টাকা তোলার অভিযোগ ওঠে, তাহলে তো উনিও সামিল। উনি তো দলের বাইরে নয়। ওনার প্রশ্রয়েই আবাস যোজনা থেকে টাকা তোলার অভিযোগ উঠেছে।  যার দলের নীচুতলার লোকেরা-কর্মীরা ঘরের টাকা খাচ্ছে, তাহলে সেও তো খাচ্ছে। ফলে টাকা খেয়ে দলীয় নীচুতলার কর্মীরা যদি অপরাধী হয়, তাহলে একই দোষে তিনিও তো অপরাধী। এতে অবশ্যই ওঁর সায় আছে। ’

 

 উদয়ন বলেন, ‘বাজারে বংশীবদনের কথার কোনও দাম নেই। আমি কার কাছ থেকে টাকা নিই, কী করি, লোকে সেটা সব জানে। সেজন্য ও কী বলল না বলল কিচ্ছু যায় আসে না। আমার সম্পর্কে যা জানার দিনহাটার মানুষ সব জানেন। খবরের শিরোনামে আসার জন্য ও এসব করে।’