'জিন্স পরা, বয়কাট চুলের মহিলারা...', এ কেমন মন্তব্য মন্ত্রীর মুখে?

ফের সাজপোশাকের নিরিখে মেয়েদের বিভাজন উদয়ন গুহর মুখে।

author-image
Aniruddha Chakraborty
New Update
udayan

file pic

নিজস্ব সংবাদদাতাঃ ফের উদয়ন গুহর মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হল। এবার উদয়ন গুহের মন্তব্য, মদের ঠেক, জুয়ার বিরুদ্ধে শহরের জিন্স পরা মহিলারা কখনও মাঠে নামেন না। কারণ, আবেগ কম পড়ে যায়। 

রবিবার দিনহাটা-২ ব্লকে তৃণমূলের বিক্ষোভ মঞ্চে উদয়ন গুহ বলেন, "গ্রামের মহিলারা মদের ঠেক ভেঙে দেন, জুয়োর ঠেক ভেঙে দেওয়ার জন্য ঝাঁটা নিয়ে মিছিল করেন। কিন্তু মদের ঠেক ভাঙার জন্য বা জুয়ার ভাটি ভাঙার জন্য আমি কোনওদিন কোনও জিন্স পরা মহিলাকে দেখিনি, আমি কোনওদিনও বয়কাট চুলের মেয়েকে দেখিনি। কারণ ওটার মধ্যে ঠিক আবেগটা আসে না, ব্যাপারটা জমে না। এটা তো গ্রামের গরিব মা মেয়েদের আন্দোলন।" 

মন্ত্রী আরও বলেন, 'যে সমস্ত জিনিস মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে সেই লটারি বা মদের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তুলুন।'