নিজস্ব প্রতিবেদন : রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকে জয় বালাজি ইন্ডাস্ট্রি লিমিটেডের এক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার রাত দেড়টার দিকে, ঠিকা কর্মী দেবজ্যোতি সরকার এবং তার সহকর্মী রাকেশ সিংয়ের মৃত্যুর ঘটনা ঘটে। দেবজ্যোতি বাঁকুড়া জেলার মেজিয়া ব্লকের বাসিন্দা এবং রাকেশ বিহারের সারান জেলার বাসিন্দা।
শ্রমিকদের অভিযোগ, কারখানার তিন নম্বর ইউনিটে পাইপ সরানোর সময় বিদ্যুতের তারে স্পর্শ করায় দেবজ্যোতি বিদ্যুৎস্পৃষ্ট হন। রাকেশ তাঁকে সাহায্য করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরবর্তীতে কর্তৃপক্ষ দ্রুত তাঁদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার দুজনকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনার পর শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়ে, এবং সংস্থার কর্তৃপক্ষ ক্ষতিপূরণের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
অন্যদিকে, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের এক কর্মকর্তা সুমিত ভট্টাচার্যের রহস্যমৃত্যু নিয়ে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। নিখোঁজ হওয়ার ১৫ ঘণ্টা পর তাঁর দেহ কারখানার লিফটের নিচ থেকে উদ্ধার হয়। গোটা বিষয়টি নিয়ে শ্রমিক সংগঠনগুলির মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রশ্ন উঠেছে।