নিজস্ব সংবাদদাতা, পাণ্ডবেশ্বর: প্রত্যেকদিনের মত রবিবার যমজ দুই বোন খেলতে বেরিয়েছিল সকাল সাড়ে ছটা নাগাদ, তারপর থেকেই তারা নিখোঁজ বলে পরিবার সূত্রে জানা যায়।
নিখোঁজ দুই ছাত্রীর বাবা বাপি বাউড়ি জানেন, তার স্ত্রী মেয়ে এবং তাকে ছেড়ে অন্যত্র থাকে তাই মেয়েদের পড়াশুনা এবং দেখাশোনার জন্য মেয়েদেরকে তার মামার বাড়িতে দাদু দিদার কাছে পাণ্ডবেশ্বররের কুমারডিহি গ্রামের বাউরি পাড়ায় রাখা হয়েছিল। এখানেই তারা চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করত। রবিবার গ্রামের উদয়ন সংঘ ফুটবল ময়দানে খেলতে বেরিয়েছিল দুই বোন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। আশেপাশে এবং স্থানীয় প্রতিবেশীদের তাদের খোঁজ না পাওয়ায় পাণ্ডবেশ্বর থানার পুলিশের দারস্ত হয় পরিবার।
পরিবার সূত্রে জানা গিয়েছে যে, নিখোঁজ দুই ছাত্রী বছর দর্শকের স্নেহা ও শ্রদ্ধার পরণে ছিল জ্যাকেট পাটিয়ালা ফুলপ্যান্ট ও জুতো। এভাবে দিনের আলোয় রহস্যজনকভাবে নিখোঁজ দুই ছাত্রীর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। যদিও নিখোঁজ ছাত্রীর বাবা বাপি বাউড়ি জানান টার স্ত্রী তাকে ও তার মেয়েদেরকে ছেড়ে চলে গেছে। তাই কোন প্রাণ কারণে সে তার মেয়েদেরকে নিয়ে যেতে পারে বলে সন্দেহ করেন। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।